Wellcome to National Portal
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ এপ্রিল ২০২৩

মহাপরিচালক

ড. মোঃ জহুরুল ইসলাম রোহেল ৩১ মে, ২০২০ তারিখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে যোগদান করেন। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় জন্ম গ্রহন করেন।  তিনি উখিয়া হাইস্কুল, কক্সবাজার থেকে এস, এস, সি, সরকারী এম, সি ইন্টারমেডিয়েট কলেজ, সিলেট থেকে এইচ, এস, সি পরীক্ষা পাশ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স এবং মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ হতে এমবিএ ও এমএ ডিগ্রি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় হতে এলএলবি ডিগ্রী অর্জন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে “Migrants of Dhaka City due to Natural Disaster: A Geographical Assesment.” বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

 

তিনি ১১তম বিসিএস এর মাধ্যমে ০১/০৪/১৯৯৩ সালে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তাকেঁ রংপুরে পদায়ন করা হলে তিনি ০৮/০৪/১৯৯৩ তারিখে রংপুর ডিসি অফিসে যোগদান করেন। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে রংপুর জেলার সদর, তারাগঞ্জ, কাউনিয়া উপজেলায় দায়িত্ব পালন করেন। তিনি সিনিয়র সহকারী কমিশনার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে রংপুরে, সহকারী পরিচালক স্থানীয় সরকার ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে নরসিংদীতে, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নবীগঞ্জ, হবিগঞ্জ এবং গোয়াইনঘাট, সিলেটে দায়িত্ব পালন করেন। অতঃপর তিনি সিনিয়র সহকারী সচিব হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি উপসচিব হিসেবে খাদ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসক গাইবান্ধা, উপ-সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে একই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

 

তিনি তাঁর চাকুরী জীবনে অনেক আর্ন্তজাতিক প্রোগামে যোগদান করেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- (১) মানব সম্পদ ব্যবস্থাপনা প্রশিক্ষণ, মাহিদুল ইউনির্ভাসিটি, ব্যাংকক, থাইল্যান্ড, (২) দক্ষিণ-পূর্ব এশিয়ার শহরের গরীব লোকদের স্বাস্থ্য বিষয়ক রিজিওনাল কনসালটেশন প্রশিক্ষণ, WHO , মুম্বাই ইন্ডিয়া, (৩) কমনওয়েলথ দিবস উদ্যাপন, মালদ্বিপ, (৪) ড্রাগস এবং ক্রাইম সংক্রান্ত এক্সপার্ট গ্রুপ মিটিং, দিল্লি, ইন্ডিয়া (৫) টোবাকো নিয়ন্ত্রণ সংক্রান্ত মিটিং, নেপাল (৬) মক্কা, সৌদি আরবে বাংলাদেশ হজ্জ মিশনে হজ্জ প্রশাসনিক দল/২০১২, (৭) সৌদিআরবের রিয়াদে বাংলাদেশীদের সাধারন ক্ষমার/২০১৩ আওতায় Consular Team এ সৌদিস্থ বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করেছেন. (৮) নর্থ ক্যারোলিনা আমেরিকায় বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে শক্তিশালী করণ প্রকল্পে অংশগ্রহণ করেন।

 

তিনি ভারত, সিংগাপুর, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, জার্মানী, রাশিয়া, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া ও কানাডাসহ বিশ্বের অনেক দেশ ভ্রমণ করেছেন।

 

ড. মোঃ জহুরুল ইসলাম রোহেল বিবাহিত। তাঁর স্ত্রীর নাম ফারহানা চৌধুরী, তাঁদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।